বাইশারীতে মুরুং উপজাতীয় জনগোষ্ঠিদের মাঝে ওয়াটার ফিল্টার ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন প্রশিক্ষন প্রাপ্ত প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।
বাইশারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সকাল ১০টার সময় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজাতীয় মুরুংদের মাঝে বিশুদ্ধ পানিয় জলের জন্য ৮৩ পরিবার, বাইশারী ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানের ১৭টি মোট ১শতটি ওয়াটার ফিল্টার ও ১শত জন যুব উন্নয়ন প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।
কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক। হাফেজ মোঃ আলমের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা ও বাইশারী উচ্চ বিদ্যালয় সভাপতি মোঃ শাহাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, উপজাতীয় নেতা বাবু নিউহ্লা মং মার্মা,ইউপি সদস্য রমজান আলম, ইউপি সদস্য আবু তাহের, মহিলা ইউপি সদস্যা আয়েশা বেগম, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আলম, প্রমুখ।
এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ সহ যুব উন্নয়ন প্রশিক্ষনার্থী ও মুরুং উপজাতী বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহাব উদ্দিন বলেন, বর্তমান সরকার প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ ছাড়াও দুর্গম পাহাড়ী জনগোষ্ঠির লোকজনের বিশুদ্ধ পানি পানের জন্য ওয়াটার ফিল্টার সহ নানা ব্যবস্থা হাতে নিয়েছেন।
যুব উন্নয়ন প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বলেন, সরকারের দেওয়া এই প্রশিক্ষনকে কাজে লাগিয়ে প্রতিটি পরিবার স্বাবলম্বী সম্ভব বলে তিনি উপস্থিতিদের মাঝে বলেন। সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মনিরুল হক বলেন, সরকারের দেওয়া এই সম্পদকে যথাযথ ভাবে রক্ষনাবেক্ষন করা সকলের নৈতিক দায়িত্ব এবং যুব উন্নয়নের সনদ বিতরণী অনুষ্ঠানে উপস্থিতিদের মাঝে বলেন, এই প্রশিক্ষনকে সঠিক ভাবে কাজে লাগালে দেশ ও জাতি উন্নতির পথে এগিয়ে যাবে।পরিশেষে সনদ বিতরণ ও ওয়াটার ফিল্টার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস