প্রারম্ভিক কথা
বান্দরবান পাবত্য জেলার নাইক্ষ্য্ংছড়ি উপজেলাধীন একটি জনবহুল ইউনিয়ন ২নং বাইশারী ইউনিয়ন পরিষদ। বতমানে অত্র ইউনিয়নটি প্রাকৃতিক রাবার চাষের জন্য বিখ্যাত একটি অঞ্চলে পরিণত হয়েছে। ১৯৬৮সালে তৎকালীন পু্ব পাকিস্তান আমলে অত্র ইউনিয়নটি প্রতিষ্ঠিত হয়। অত্র ইউনিয়নটির প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ছিলেন তৎকালীন হেডম্যান জনাব অংখ্যই চাক। বর্তমান চেয়ারম্যান হলেন জনাব মোহাম্মদ আলম। বাইশারী ইউনিয়নটির উৎপত্তি নিয়ে তেমন কোন ইতিহাসগত উৎস পাওয়া না গেলেও এলাকার প্রবীন মুরব্বিদের নিকট থেকে জানা যায়,অত্র ইউনিয়নে এক সময় এক টাকায় ২২ আরি ধান পাওয়া যেত অথবা একটি খুয়ায় পানি শুকিয়ে মাছ ধরার সময় ২২ আরি মাছ পাওয়া যায়। আর কারো মতে, একজন ব্যক্তির ২২ কানি জমি ছিল তাকে সবাই বাইশ্যা বলে ডাকত। বাইশ্যা থেকই বাইশারী শব্দের উৎপত্তি বলে জানাযায়। তবে এখনো পযন্ত কোন নিভরযোগ্য তথ্য পাওয়া যায়নি বিধায় সঠিক ভাবে কি কারনে বাইশারীর উৎপত্তি তা বলা মুসকিল।
বাইশারী ইউনিয়নের আয়তন ৩২,০০০ একর (১২৯.৫০ বর্গ কিলোমিটার)।
বাংলাদেশর ১৯৯১ সালের আদম শুমারীর গননা অনুযায়ী লোক সংখ্যা ছিল ৯৩৮১জন এবং ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বাইশারী ইউনিয়নের লোকসংখ্যা ১২,০৩৯ জন। এর মধ্যে পুরুষ ৬,২৩৩ জন এবং মহিলা ৫,৮০৬ জন।। বতমানে জন্ম নিবন্ধন অনুযায়ী অত্র এলাকার নারী ও পুরুষের জন সংখ্যা প্রায়=-২৪,০০০ হাজার। বাইশারী ইউনিয়নের স্বাক্ষরতার হার ৩৯.১৫%।
নাইক্ষ্যংছড়ি উপজেলার সর্ব-উত্তরে বাইশারী ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার।[২]এ ইউনিয়নের পূর্বে দোছড়ি ইউনিয়ন, আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়ন ও লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন; উত্তরে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন; পশ্চিমে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন, রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন ও গর্জনিয়া ইউনিয়ন এবং দক্ষিণে দোছড়ি ইউনিয়ন অবস্থিত।
বাইশারী ইউনিয়ন নাইক্ষ্যংছড়ি উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নাইক্ষ্যংছড়ি থানারআওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ৩০০নং নির্বাচনী এলাকা পার্বত্য বান্দরবান এর অংশ। এ ইউনিয়নের উল্লেখযোগ্য গ্রামগুলো হল:
বাইশারী ইউনিয়নের স্বাক্ষরতার হার ৩৯.১৫%। এ ইউনিয়নে ১টি স্কুল এন্ড কলেজ, ১টি দাখিল মাদ্রাসা ও ১৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
প্রাথমিক বিদ্যালয়
বাইশারী ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল , ঈদগাহ- বাইশারী সড়ক এবং নাইক্ষ্যংছড়ি-বাইশারী সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম ,ঈদগাহ ষ্টেশন হতে হিল লাইন বাস এবং সিএনজি চালিত অটোরিক্সা।
বাইশারী ইউনিয়নের প্রধান হাট-বাজার হল বাইশারী বাজারএবং নারিচবুনিয়া বটতলি বাজার।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS